টেকনাফ ডেস্ক নিউজ:: টেকনাফের হাজার হাজার দর্শক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখতে পাচ্ছে না গত কয়েক মাস যাবত। এতে দেশ-বিদেশের সংবাদসহ বিনোদন মূলক অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হচ্ছে এসব দর্শক। জানা যায়, উখিয়া -টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে ডিস ক্যাবলের লাইন না থাকায় ও মাসিক মাসোহারার ভয়ে শতকরা ৯৫ ভাগ লোকের এক মাত্র বিনোদন চ্যানেল বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। কিন্তু গত কয়েক মাস থেকে হঠাৎ উখিয়া -টেকনাফের লোকজন বিটিভি দেখা থেকে বঞ্চিত রয়েছে। এতে দর্শকরা চরম ক্ষুদ্ধ । জানা গেছে, বিটিভি টাওয়ারের সমস্যা ও জ্বালানি খরচ বাঁচানোর দোহাই দিয়ে উখিয়া টিভি রিলের কর্তৃপক্ষ মনগড়া সম্প্রচার চালিয়ে যাচ্ছে । তবে কবে নাগাদ এই সমস্যা কাটিয়ে উঠবে তা গ্রাহকদের জানাতে ব্যর্থ হচ্ছে বিটিভি কর্তৃপক্ষ। এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ উদাসিনতার পরিচয় দিচ্ছে বলে অনেকের অভিযোগ। রাজাপালং ইউনিয়নের খাইরুল হক জানান দীর্ঘ কয়েক মাস থেকে বিটিভি দেখতে পাচ্ছে না। এতে দেশের সংবাদসহ বিনোদন মূলক অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে। ঘুনধুম ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া আক্ষেপ করে বলেন বাংলাদেশ সরকারে উন্নয়ন কর্মকান্ড, সংবাদও বিনোদন দেখার জন্য প্রত্যান্ত গ্রাম গঞ্জের একমাত্র টিভি চ্যানেল বিটিভি । কিন্তু গত কয়েক মাস যাবত বিটিভিতে কিছু সময় সম্প্রচার হলেও ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়ার কারনে ছবি দেখা গেলে সাউনাড আসে ন,া সাউন্ড আসলে ছবি দেখা যায়না। উখিয়ার কলেজ ছাত্র সাইদুল হোসেন শাহেন জানান ডিস ক্যাবলের লাইনে বিটিভি দেখা গেলে ও গ্রামের দরিদ্র অসহায় ব্যক্তিরা বিটিভি দেখতে পাচ্ছে না।