সংবাদ বিজ্ঞপ্তি/টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া আল-ইহসান মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার উমর হাকিম। স্বাগত বক্তব্য রাখেন- সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী ও সরদার জাফর আহমদ। মাষ্টার নুরল আজিমের পরিচালনায় ও সা’আদ বিন সাইফের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় হাফেজ আকবর হোসাইন, হাফেজ মুহাম্মদ আলী, হাফেজ মুহাম্মদ তৈয়ুব, হাফেজ সিরাজুল ইসলাম,মৌলভী মমতাজুল ইসলাম ,আব্দুল গফুর সওদাগর ,মোহাম্মদ তাহের সহ স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন বই ও ফলাফল পেয়ে খুশিতে আত্মহারা । সভাপতি তার বক্তব্যে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের নিঃস্বার্ত খেদমত করার আহ্বান জানান।######
সংবাদ প্রেরক
মাষ্টার নুরল আজিম
টেকনাফ সদর ইউনিয়ন
দরগারছড়া আল-ইহসান মাদ্রাসা।
০১৮১৭০০৭২৯২