হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ= সেলিনা কাজী টেকনাফের ইতিহাসে প্রথম নারী এসি ল্যান্ড হিসাবে যোগদান করেছেন। তিনি টেকনাফ উপজেলার ২৯তম সহকারী কমিশনার (ভূমি) হিসাবে সদ্য বিদায়ী এসি ল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন। ১২ ডিসেম্বর ২০১১ ২৮ তম এসি ল্যান্ড হিসাবে টেকনাফে যোগদানকৃত আব্দুল্লাহ আল মামুনকে একই পদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বদলি করা হয়েছে। তিনি গতকাল ১০ মে স্বপরিবারে রাঙ্গুনিয়ার উদ্দ্যেশ্যে টেকনাফ ত্যাগ করেছেন। এর আগে তাঁকে একাধিক বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সেলিনা কাজী টেকনাফ উপজেলার ইতিহাসে প্রথম নারী এসি ল্যান্ড হিসাবে ১২ মে থেকে দাপ্তারিক কাজ শুরু করবেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, সেলিনা কাজীর পৈত্রিক নিবাস বরিশালে। সহকারী কমিশনার হিসাবে চাকুরীতে প্রথম যোগদান ২০০৯ সনে হবিগঞ্জে। এরপর ১৯ মে ২০১০ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। সেলিনা কাজী বিবাহিতা। স্বামী কুমিল্লার হাসিবুর রহমান টেকনাফে ইউএনডিপি প্রকল্পের পরিবেশ অধিদপ্তরে কর্মরত। তাদের সংসারে ১৪ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। নাম শাহীন বিন হাসিব।