কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে হিন্দু-বড়ুয়া পল্লীতে আগুন, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অনিদির্ষ্টকালের জন্য টেকনাফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনার ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা জামায়াত রুকন সদস্য নুর আহমদ আনোয়ারীসহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক এ ২টি মামলা দায়ের করা হয়েছে।
হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান জেলা জামায়াত রুকন সদস্য নুর আহমদ আনোয়ারী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে টেকনাফ নিউজ ডটকমকে বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আমি নিজেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি। এঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে-আমি ও আমার দল জমায়াতে ইসলামীর সবাই ঘটনা বন্ধে প্রসাশনকে সহযোগীতা করেছে। তার পর ও আমাকে প্রধান আসামী করার বিষয়টি কি প্রমান করে তা জনগন বিচার করবে। আমাকে যে ভাবে যত কৌশলে হয়রানী করুক আমার আল্লাহই আমাকে রক্ষার জন্য যথেষ্ট।?
এবিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ ফরহাদ টেকনাফ নিউজ ডটকমকে জানান, হোয়াইক্যং জোয়ারীখোলা গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারীকে প্রধান আসামি করে ৭০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। সংহিসতা এড়াতে অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।
টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন টেকনাফ নিউজ ডটকমকে জানান, সহিংসতা এড়াতে টেকনাফ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
চিন্তার কারন নাই এই ফ্যাসিষ্ট সরকার থেকে এর থেকে ভাল কিছু আশা করা যায় না । যুগে যুগে যারা ইসলামী শক্তিকে ধংস করতে চেয়েছে তারা নিজেরাই ধংস হয়ে গেছে ইতিহাস তাই সাক্ষী দেয় । সুতরাং ইসলামী আনদোলনের কমীদের বেশী করে দোয়া এবং ধয্য ধরার আহবান জানাই…।আমিন
oh our gov. hasina toi bashi din basbina ……..
Police knows that, Mr. Anweri is not liable,but they filed case against him as instructed by their Loard i.e. Awamileage. So we hate and condemn this and request to the servants of the people of Bangladesh not to act like political caders.