মোজাম্মেল হক বাহার,শামলাপুর,টেকনাফ / দেশের দক্ষিণাঞ্চলের রূপালী বৃক্ষের সোনালী সুপারি বাংলাদেশ অতিক্রম করে এবার স্থান করে নিয়েছে বিশ্ব বাজারে। একদিকে দেশে সুনাম বয়ে আনছে এবং অপরদিকে রাজস্ব আয়ও হচ্ছে ক্রমেক্রমে। চলতি মৌসুমের প্রথম ধাপে উক্ত সুপারির দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ৪কুড়ি সুপারির দাম হয়েছিল ৩০০টাকা থেকে শুরু করে ৫০০টাকা পর্যন্ত, চার কুড়ি সুপারি বলতে ৮০টি সুপারিকে বুঝায়। এই সুপারি নিয়ে এক সময় একটি গানও ছিল ‘টেকনাইফ্যা ফুয়ানা সুয়ারি মুইশ খাইল্যা পানরে, আদর গরি পান খাবাইতাম আঁর তালত ভাইয়রে’। দেশের এমন কিছু এলাকা আছে যেখানে মেহমানদের আপ্পায়ন হিসেবে এই পান সুপারিকে ব্যবহার করে, ব্যবহার করে বিভিন্ন বড় বড় মজলিশে।
Leave a Reply