টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত টেকনাফ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে টেকনাফ পৌর,সদর,হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
গতকাল ১৯নভেম্বর বিকাল ৩ টা হতে সন্ধ্যা পর্যন্ত জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবঘোষিত আহবায়ক কমিটিতে নাছিরুল ইসলাম সিকদার আহবায়ক, নুরুল আমিন সিকদার-সিনিয়র যুগ্ন আহবায়ক,মনিরুল ইসলাম,সরওয়ার আলম,শাহাবুদ্দিন সিকদার,মো. আব্দুল¬াহ ,আমিনুল ইসলাম,মজ্ঞরুল আলম মঞ্জু ও মোহাম্মদ সোহেল যুগ্ন আহবায়ক মনোনিত করায় টেকনাফ উপজেলার পৌর এলাকা, সদর ইউনিয়ন, হ্নীলা বাসস্টেশন ও হোয়াইক্যং ষ্টেশন চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি ও মনোনীত আহবায়ক কমিটিকে অভিনন্দন ও স্বাগত মিছিল করেছে। হ্নীলা বাসস্টেশনে প্রধান অতিথি ছিলেন-জেলা ছাত্রলীগের সহ-সভাপতি-মোহাম্মদ জাকারিয়া। পৃথক পৃথক এসব মিছিলে উপস্থিত ছিলেন-সদরের ওমর ফারুক,আব্দুল করিম,সাদ্দাম হোসেন,মোহাম্মদ ইসহাক, হোয়াইক্যংয়ে জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শাকের, মো. ইদ্রিস,এনামুল হোসেন বাবু,আব্দুল খলিল, হ্নীলা ওয়াজ করিম, তাসনিম মাহমুদ, নুরুল ইসলাম নাহিদ, আতিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু ছৈয়দ, আবছার, সাইফুল, জাহাঙ্গীর, শাহ আলম, সোহাগ, মুফিজ, জানু, ইসমাঈল, রিদুওয়ান,জসিম, ওমর ছিদ্দিক,ইয়াসিন আরফাত,আব্দুর রহমান,আতিক,নোমান, শহীদুল ইসলাম তুহিন, জিয়াউর রহমান,মিছবাউল হক, ছাবেরুল ইসলাম, ফারুকুর রহমান প্রমুখ। বক্তারা টেকনাফ উপজেলা ছাত্রলীগে গতিশীলতা ফিরিয়ে আনতে নবঘোষিত আহবায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভোট করার কি দর কার ছিল, নাটক বল্লেও চল ত, তারাতো ভোটের আগে নির্বাচিত হয়েছে, হা হা হা
thanks nasir,thanks N.Amin sikder and thanks to BSL district branch.
Well come Nasir sikdar,N amin sikdar.
নাছির সিকদার,নুরুল আমিন সিকদার দুজনেই মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন,স্বাগত মিছিল যা হয়েছে তাতো সভাপতি জুয়েল আর সাধারন সম্পাদক সাইফুল্লাহ মুন্নাকে নিয়ে। তোমাদের টা ত্র ্ফাও কমিটি।