এটিএন ফায়সাল, টেকনাফ / সারা দেশের মতো এবারে টেকনাফ উপজেলায় টেকনাফ পাইলট হাইস্কুল, এজাহার গার্লস হাইস্কুল, হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া স্কুল এন্ড কলেজ এই ৩টি কেন্দ্রে জেএসসি এবং রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরিক্ষা শুরু হচ্ছে। সংশি¬ষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। তাছাড়া রঙ্গীখালী মাদ্রাসা কেন্দ্রে একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আফছার অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোদারবিল বায়তুশ শরফ রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আমির আহমদ হল সুপার, পাইলট হাইস্কুল কেন্দ্রে সমাজ সেবা অফিসার মোঃ আবদুল মান্নান অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লম্বরী মলকাবানু হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইছমাঈল হল সুপার এজাহার গার্লস হাইস্কুল কেন্দ্রে মহিলা বিষয়ক অফিসার আলমগীর কবির অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাবরাং হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজ-উদ- দৌলাহ হল সুপার, হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাইফুল আলম অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কাঞ্জরপাড়া জুনিয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক রফিক আহমদ হল সুপার হিসাবে নিয়োগ করা হয়েছ্।ে সংশি¬ষ্ট সূত্রে জানা যায়- এবারে টেকনাফ উপজেলায় ১৫ টি মাধ্যমিক স্কুলের ১০৮৩ জন এবং ১১টি মাদ্রাসার ৫১৭ জন মোট ১৬০০ জন পরিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরিক্ষায় অংশ নেবে। কেন্দ্রওয়ারী পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে- রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫১৭ জন, টেকনাফ পাইলট হাইস্কুল কেন্দ্রে ২৪৪ জন, এজাহার গার্লস হাইস্কুল কেন্দ্রে ৩৯৯ জন, হোয়াইক্যং আলহাজ্ব আলী- আছিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৪০ জন। জেএসসি পরিক্ষা কেন্দ্র ৩টি এবং জেডিসি পরিক্ষা কেন্দ্র ১টি। জেএসসি ও জেডিসি পরিক্ষা সুন্দর ভাবে সম্পন্ন করতে কেন্দ্র কমিটির সভা ১৬ অক্টোবর দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সামছুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে তাঁর কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাইফুল আলম, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আফছার, হোয়াইক্যং আলহাজ্ব আলী- আছিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফা কামাল চৌধুরী মুছা, রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওঃ কামাল হোছাইন, গোদারবিল বায়তুল শরফ রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ আমির আহমদ, টেকনাফ পাইলট হাইস্কুলের আপদকালীন প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, এজাহার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী, সাবরাং হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজ-উদ-দৌলাহ প্রমূখ বক্তব্য রাখেন। সভায় কেন্দ্র সচিব, অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হল সুপার নিয়োগ, কেন্দ্র ফি বাবৎ ২০০ টাকা নির্ধারণ, কেন্দ্র কমিটি গঠন, পরিক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশাধিকারে কড়াকড়ি, থানা লকার থেকে প্রশ্নপত্র আনার সময় ইউএনও বা এসি ল্যান্ডের উপস্থিতি বাধ্যতামূলকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুন্দর, সুষ্ঠ ও নকলমূক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠানের জন্য এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। ###
Leave a Reply