(টেকনাফ নিউজ ডটকম)-জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীকে আরো আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে এমনভাবে কাজ করতে হবে যেন জণগণের আস্থা ও বিশ্বাস তাদের উপর থাকে।
এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পুলিশের ওপর জামায়াত শিবিরের আক্রমণ ধৈর্য্য ধরে মোকাবিলার জন্যও পুলিশ বাহিনীর প্রতি আহবান জানান শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীর শতবর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত শিবির পুলিশের ওপর এ আক্রমন চালাচ্ছে। এই আক্রমণ ধৈর্য্য ধরে মোকাবিলার জন্যও পুলিশ বাহিনীর প্রতি আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ইতোমধ্যেই কোনো কোনো মহল মাঠে নেমেছে। পরিকল্পিতভাবে পুলিশ বাহিনীর ওপর তারা বিশেষ করে জামায়াত-শিবির আক্রমণ চালাচ্ছে । আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য ধৈর্য্য ও সাহসের সাথে এই অপতৎপরতা রোধ করে আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
পাশাপাশি সচেতন মানুষকেও এই বিশৃঙ্খলাকারীদের প্রতিরোধ করার আহবান জানান শেখ হাসিনা।
বাংলার মাটিতেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে বলেও প্রধানমন্ত্রী।
তিন দিনব্যাপী অনুষ্ঠানে পুলিশ বাহিনীর কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এতে পুলিশ বিভাগের বিভিন্ন সময়ের পরিবর্তন তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী চক্র দমনে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।