অনুমতি না নেওয়ায় সোমবার রাজধানীতে জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ রবিবার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবার ঢাকায় সমাবেশ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী এখনো কোনো অনুমতি নেয়নি। তাই তাদের এ সমাবেশ হবে বেআইনি। বেআইনি সমাবেশ আমরা হতে দেব না। ঢাকা মহানগর জামায়াত ইসলামী সোমবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা মহানগরীর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী মহানগরীতে কোনো সমাবেশ করতে হলে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হয়। আমার জানা মতে এখনো অনুমতি নেওয়ার জন্য আবেদন করা হয়নি। তাই এই সমাবেশ এখন পর্যন্ত বেআইনি। বেআইনি কোনো সমাবেশ ঢাকা মহানগরী কিংবা দেশের কোন স্থানে হতে দেওয়া হবে না।
জামায়াতের শীর্ষ নেতাসহ অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি, সরকারের দুঃশাসন ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে কেন্দ্রীয় পরিষদ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি দিয়েছে দলটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে জামায়াতের শীর্ষ আট নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।
Leave a Reply