হাফেজ মুহাম্মদ কাশেম … টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পাচারের সময় গাঁজাসহ স্থানীয় এক পাচারকারীকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃত পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
১৬ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম জানান, ১ মার্চ বিকালে টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশের এসআই (নিরস্ত্র) সাব্বির হাছান ভুইয়ার নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের এ—ব্লকে অভিযান চালিয়ে জাদিমোরার স্থানীয় মোঃ জামাল হোসেনের পুত্র মোঃ রমজানকে (২৫) ১০ হাজার টাকা মূল্যমানের ১১০ পুরিয়া গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃত পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
Leave a Reply