জিয়াবুল হক, টেকনাফ- ৬৮ হাজার গ্রাম বাংলার প্রানপ্রিয় নেতা ৯ বছরের সফল রাষ্ট্র নায়ক বাংলার খেটে খাওয়া মানুষের প্রানপ্রিয় বন্ধু জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংঘঠন জাতীয় ছাত্র সমাজের টেকনাফ সদর ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ মে বিকেল ৩ ঘটিকার সময় টেকনাফ সদর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ দেলোয়ার, উক্ত সভা পরিচালনা করে জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব নুরুল আমিন। সভার শুরুতে হাফেজ আবদুল্লাহর কোরআন তেলওয়াতের মাধ্যমে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ ইসমাইল কালু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটির সদস্য মাষ্টার আবুল হোসেন হেলালী, টেকনাফ উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি মুফিজুর রহমান মুফিজ, টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পদক খলিলুর রহমান, পৌর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রুহুল আমিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংঘঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সহ-সভাপতি আবদুল আমিন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জাতীয় ছাত্র সমাজের বিপ্লবী অহংকার, ছাত্রনেতা জিয়াবুল হক। সভায় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের জাতীয় ছাত্র সমাজ যুগ্ম আহবায়ক নুরুল বশর, সাদেক হোসেন খোকা, সদস্য ফয়সাল, আবদুল্লাহ, মোঃ সাবের, সাহাব মিয়া, রবিউল আলম, শামশুল আলম, জয়নাল আবেদিন প্রমুখ। সভায় টেকনাফ সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের জাতীয় ছাত্র সমাজের আগামী ২ মাসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৯ বছরে দেশের উন্নয়নের কথা গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তাই জাতীয় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাধে হাত দিয়ে পিছিয়ে না থেকে সকল ইউনিট ইউনিয়ন, কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সর্বস্থরে কমিটি করার জন্য বক্তারা বলেন। আগামী ১০ম নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে জাতীয় ছাত্র সমাজের বিকল্প নেই। তাই উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জিয়াবুল হক, জসিম উদ্দিন, মুফিজ, মিজান, ওসমান, দেলোয়ার এদের নেতৃত্বে উপজেলা ছাত্র সমাজের কমিটি করার জন্য সবাই সম্মতি দেন।