চিত্রনায়ক মাসুদ পারভেজকে (সোহেল রানা) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, শাকিব খানসহ চলচ্চিত্রের অন্তত এক ডজন অভিনেতা ও অভিনেত্রী জাতীয় পার্টিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।
শুক্রবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকেল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান হুসেইর মোহাম্মদ এরশাদ এ নিয়োগ দেন।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝিতে সোহেল রানা জাতীয় পার্টিতে যোগ দেন। তখন তাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। এর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি দলের চেয়ারম্যানের নির্বাচন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেলেন।
দলীয় সূত্রের দাবি, শাকিব খান, নায়ক রাজ রাজ্জাক, ওয়াসিম, ববিতা, চম্পা, নতুনসহ অন্তত এক ডজন অভিনেতা, অভিনেত্রী, গায়ক ও গায়িকা জাতীয় পার্টিতে যোগ দিতে পারেন শিগগিরই।