সংবাদ বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও আপোষহী লড়াইয়ের নেতৃত্বদানকারী আদর্শিক প্রগতিশীল শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পঞ্চাশের দশকের প্রাথমিক স্তরে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সোপান নির্মাণে এ সংগঠন কালজয়ী ভূমিকা ও প্রগতিবাদী সা¤্রাজ্যবাদ বিরোধী ও অসম্প্রদায়িক সকল লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। ৫২’র মহান ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণ অভূত্থান, ৭১’র বাঙালি জাতির মুক্তিসংগ্রাম, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০০৭-০৮ সালের অগণতান্ত্রিক জরুরী বিধি এবং ছাত্র শিক্ষকের উপর নির্যাতন নিপীড়ন বিরোধী আন্দোলনে বিজয়ের ইতিহাস নির্মাণ করে। দেশের বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে যুদ্ধাপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। ধর্মকে পুঁজি করে জামায়াতের ছত্রছায়ায় হেফাজতে ইসলাম নামে আরেকটি মওদুদী সহী দর্শণের সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে তালেবানি রাষ্ট্র বানানো অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ম্ুিক্তকামী বাঙালির যতদিন প্রাণ থাকবে ততদিন হেফাজত ইসলাম নামে সাম্প্রদায়িক ও জঙ্গি সংগঠনের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাবেনা। সাম্প্রদায়িক সহিংসতা, দাঙ্গা, শোষণ, লুটপাট, দুর্নীতি ও সাম্্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ছাত্র-গণ আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের গৌরবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি মো.শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত গৌরবের ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার মহকুমা সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কমরেড ইদ্রিস আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় সংসদের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব। ‘অন্ধকারে দানব তাড়াতে আলোর মশাল জ্বালো’ শ্লোগান ধারণ করে সাধারণ সম্পাদক সৌরভ দেবের সঞ্চানায় ও সাংগঠনিক সম্পাদক অন্তিক চক্রবতীর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন কক্সবাজার জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফা, ঘাতক দালাল নির্মূল কমিটি কক্সবাজার শাখা সভাপতি কক্সাবজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, ছাত্র ইউনিয়নের মুক্তিযুদ্ধকালীন সংগঠক ও জেলা সিপিবির সভাপতি কমরেড দীলিপ দাশ, জেলা উদীচীর সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. অরুপ বড়–য়া তপু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সভাপতি শম্ভুনাথ চক্রবর্তী ও করিম উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন আহমেদ মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক নজিবুল ইসলাম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় সংসদের সহ সভাপতি আরিফুল ইসলাম নাদিম, জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক রিপন বড়–য়া অর্ণব, জেলা সংসদের সাবেক সভাপতি রিদুয়ান আলী, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি মাসউদ শাফি, হাসেম কায়সার, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি মোসাদ্দিক হোসেন আবু,রামু উপজেলা সংসদের সভাপতি অর্পন বড়–য়া, উখিয়া উপজেলা সংসদের সভাপতি শরীফ আজাদ, সিটি কলেজ সংসদের আহ্বায়ক পাভেল দাশ, পলিটেকনিক ইনস্টিটিউট সংসদের আহ্বায়ক মুরিদুল ইভান প্রমুখ।উদ্বোধন পরবর্তীতে গৌরবের ৬১ বছর পূর্তি উপলক্ষ্যে সাবেক-বর্তমান ছাত্র ইউনিয়ন নেতাদের সম্মিলনে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারে সভাস্থলে মিলিত হয় । আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কক্সবাজার জেলা সাংস্কৃতিক ইউনিয়ন, রামু উপজেলা সাংস্কৃতিক ইউনিয়ন ও কক্সবাজার জেলা উদীচী। সভার শুরুতে সাভারের রানা প্লাজা ভবণ ধ্বসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের ওয়েব সাইট উদ্বোধন করা হয়।