আনোয়ার হোছাইন, ঈদগাঁও……সদর উপজেলার চৌফলদন্ডীতে পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো সন্ত্রাসী হামলার শিকার হলেন এক অসহায় মহিলা। ২৮ জুন বিকেলে বর্ণিত ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে আহত খালেদা বেগমের স্বামী নুরুল আবছার বাদী হয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে একই এলাকার আবুল কালাম ও দু’পুত্র আব্দুল্লাহ ও শহিদুল্লাহ সহ ৪ ব্যক্তিকে বিবাদী করে অভিযোগ দায়ের করে। অভিযোগে জানা যায়, দু’পক্ষের মাঝে জমি সংক্রান্ত বিরুধকে কেন্দ্র করে বিগত ১১ জানুয়ারী ২০০৯ইং সনে একই বিবাদীরা অভিযোগকারীর নুরুল হুদা তার স্কুল পড়–য়া দু’কন্যা পারেছা বেগম ও লিফা আক্তারকে বেধড়ক পিঠিয়ে আহত করলে সে সময় নুরুল হুদা বাদী হয়ে বর্ণিত বিবাদীদের বিরুদ্ধে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করলে সাবেক ইউপি চেয়ারম্যান ও ৬ সদস্য বিশিষ্ট শালীস কমিটির মাধ্যমে উভয় পক্ষের ঘটনাটি তদন্ত পূর্বক ২০ নভেম্বর ২০০৯ইংরেজী বিবাদীদের বিরুদ্ধে ৪৩৫০০ টাকা রায় ঘোষণা করেন এবং জায়গা বিরুধটি মিমাংসা করে দেন। এ দিকে প্রায় ৩ বছর অতিবাহিত হলেও বিবাদীরা বাদী নুরুর হুদাকে তাদের চিকিৎসা বাবদ ধার্যকৃত টাকা প্রদান না করে উল্টো বাদী তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করাচ্ছে বলে নুরুল হুদা এ প্রতিবেদকে জানান। অপরদিকে উক্ত টাকা খোজতে গিয়ে একাধিকবার তার পরিবার নাজেহাল হয়েছে বলে জানান। সর্বশেষ ২৮ জুন বিকাল ২ টায় নুরুল হুদার স্ত্রী খালেদা টাকা খোজতে গেলে উল্টো তার উপর হামলা, বাড়ীর আসবাবপত্র তছনছ, রূপিত একাধিক গাছ কেটে ফেলে। এ ঘটনায় সুষ্ট বিচারের আশায় নুরুল হুদা বর্ণিতদের বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি এ ঘটনা নিষ্পত্তির লক্ষ্যে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply