মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও………শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ২২ সেপ্টেম্বর কক্সবাজার জেলা সদরে শিক্ষক সমাবেশ সফল করতে জেলা ব্যাপী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যাপক তৎপরতা চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মত বিনিময়ে অংশ নিচ্ছেন সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ। অনুরূপ এক মতবিনিময় সভা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি ও টেকনাফ হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুছা, শিক্ষক-কর্মচারী ঐজোট জেলা শাখার সচিব ও জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল ইসলাম মাতবর, খরুলিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ আলম ও দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় (রামু) প্রধান শিক্ষক প্রমুখ। মত বিনিময়ে অংশ নেন ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ জাফর আলম, মোঃ শের আলী, মোকতার আহমদ প্রমুখ। আরো ছিলেন মোঃ শফিক আহমদ, মোঃ ফরিদুল আলম, মোঃ আবু তাহের, নুরুল কবির, আবদুল মজিদ খাঁন, মোহাম্মদ রশিদ, মোঃ রেজাউল করিম, পূর্ণাম পাল, এস.এম.তারেকুল হাসান, অহিদ মুরাদ, মোঃ ইব্রাহিম, শাহ আলম ও শামশুল আলম। শিক্ষক-কর্মচারী ঐজোট ঘোষিত অবশিষ্ট কর্মসূচীর মধ্যে রয়েছে ২৭ সেপ্টম্বর ঢাকায় পূর্ণ দিবস অনশন, ৫ অক্টোবর শিক্ষক দিবসে র্যালী ও সমাবেশ, নভেম্বর-ডিসেম্বরে পেশাজীবি ও অভিভাবকদের সাথে মত বিনিময়, কালো ব্যাজ ধারণ করে পরীক্ষার দায়িত্ব পালন, ১০ জানুয়ারী থেকে লাগাতার ধর্মঘট, চাকুরী জাতীয়করণ না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দায়িত্ব বর্জন এবং ২০ জানুয়ারী ঢাকায় মহা অবস্থান। যে সব দাবীতে আন্দোলন চলছে তার মধ্যে রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত ও এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, ৩১ ডিসেম্বরের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভূক্তকরণ, জাতীয়করণের পূর্বে প্রাইভেট টিউশনি বন্ধ না করা এবং বেসরকারী শিক্ষকদের বয়স সীমা ৬৫ বছর করা। ঐক্যজোটে অর্ন্তভূক্ত সংগঠনগুলো হলো বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, সহকারী শিক্ষক সমিতি এবং বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন। ইতিমধ্যে ঐক্যজোটের উদ্যোগে উপজেলা সমূহে সমাবেশ ও জেলা সদরে অনশন কর্মসূচী পালিত হয়েছে।
Leave a Reply