হাঃমোজাম্মেল হক বাহার…টেকনাফ উখিয়া সহ বিভিন্ন পর্যটকের নিয়মিত আনাগোনা টেকনাফ-উখিয়ার এল,জি,ই,ডি রোডটি দিয়ে। সম্প্রতি টানা বর্ষনের কারণে ভাঙ্গনের কবলে পড়ে রোডটি এখন ক্ষত বিক্ষত। ভাংতেই আছে কিন্তু সংস্কারের কোন উদ্বোগ নিচ্ছেনা কর্তৃপক্ষ। যার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনায় পতিত হচ্ছে অহরহ যানবাহন। একটু বৃষ্টি হলে যানবাহন সহ জনগণের চলার পথ রুদ্ধ হয়ে যায়। রুদ্ধ হয়ে যায় উক্ত রাস্তা দিয়ে চলাচলকারি বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা এবং দূর্ভোগে পড়তে হয় এ রাস্তা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যাওয়া ছাত্র ছাত্রীদের। দেখা যাচ্ছে অত্র টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বাইলরছরা, শিলখালী, চকিদারপাড়া, জাহাজপুরা,বড়ডেইল,নোয়াখালী ও উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল, পাট্টারটেক, চেঞ্চুরিসহ অনেক স্থানে রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে গিয়ে ক্ষত বিক্ষততার রূপ ধারণ করেছে। কর্তৃপক্ষ সহসা বিকল্প কোন ব্যবস্থা না নিলে এ রোডে সৃষ্টি হবে বহু করুন দূর্ঘটনা।
Leave a Reply