বাংলাদেশ, ফিলিপাইন, মিয়ানমার, ভারত ও ভিয়েতনাম জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে দাঁড়িয়ে। বিশ্বের ১০টি সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ-প্রবণ দেশের তালিকায় এশিয়ার এ দেশগুলো স্থান পেয়েছে। মৌসুমী ঝড় ও বন্যায় আক্রান্ত হতে পারে দেশগুলোর বিস্তীর্ণ অঞ্চল। আর প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিকাশমান অর্থনীতি। অ্যাটলাসের ন্যাশনাল হ্যাজার্ড রিস্ক সেন্টারের নতুন এক রিপোর্টে এ তথ্য বেরিয়ে এসেছে। জাপান, যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান ও মেক্সিকো প্রাকৃতিকভাবে সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশের তালিকায় থাকলেও, সে পরিস্থিতি সামাল দেয়ার মতো উন্নত অর্থনৈতিক অবকাঠামো, সরকারিভাবে দৃঢ় ব্যবস্থাপনা পদ্ধতি, দুর্যোগ মোকাবিলার যথাযথ প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যবস্থা রয়েছে তাদের। প্রাকৃতিক দুর্যোগ এশিয়ার দেশগুলোতে সামাজিক অস্থিতিশীলতা, খাদ্য নিরাপত্তা, দুর্নীতি ও এমনকি রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়।
Leave a Reply