ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার থেকে,…চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকায় ডাকাতের গুলিতে গাড়িচালক খুনের প্রতিবাদে আজ রোববার চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের ১৯টি রুটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট ডেকেছে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন। শনিবার বিকেলে সংগঠনের জরুরি সভা শেষে এ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সাধারণ স¤পাদক মো.মুছা এ ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। এসব দাবির মধ্যে আছে, নিহত গাড়িচালকের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা দেয়া।
সংগঠনের সভায় এসব দাবি মানতে সাতদিনের আলটিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সভায় নিহত গাড়িচালক জসীম উদ্দিনের স্মরণে ধর্মঘট চলাকালে শোকসভা করার সিদ্ধান্ত হয়েছে।
গাড়িচালক খুনের পর জরুরি ভিত্তিতে আহ্বান করা এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি আরব আলী, সাধারণ স¤পাদক মো.মুছা ও যুগ্ম সাধারণ স¤পাদক শহর মুল্লুক। নগরীর বাদুরতলায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য শুক্রবার রাত সাড়ে ৮টায় চকরিয়ার মেধাকচ্ছপিয়া এলাকায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী তিশা পরিবহনের একটি চেয়ারকোচে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করে একদল দুর্বৃত্ত। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে চালক জসীম উদ্দিনকে জিম্মি করে গাড়ি থামানোর জন্য চাপ সৃষ্টি করলেও তিনি গাড়ি না থামাতে চাইলে তাকে গুলি করে হত্যা করে ডাকাতদল।
Leave a Reply