চট্টগ্রামের পটিয়া থানার শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ লুৎফর রহমান লুতু (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার বিকাল ৩টার দিকে ওই এলাকার শান্তিরহাট বাজারের হাজী প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, লুৎফর উপজেলার জিরি গ্রামের মৃত মোহাম্মদ হাসানের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (স্টাফ অফিসার) এএসপি এসএম নুরুল হুদা বাংলানিউজকে বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে পটিয়া উপজেলার শান্তিরহাট হাজারের হাজী প্লাজা থেকে মাদক কেনাবেচার সময় এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে ওই ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের সাড়ে ৩শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নুরুল হুদা জানান, জিজ্ঞাসাবাদে আসামি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছেন বলে র্যাবকে জানিয়েছেন।
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকা থেকে ৭৬ হাজার টাকার জাল নোটসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দ খিল এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে ইলিয়াস (৩৫) এবং বাঁশখালী উপজেলার বাহারছড়া শিকদারপাড়ার মৃত মো. হাসানের ছেলে শহিদুল (৩৮)।শনিবার বিকাল সাড়ে ৫টায় খাতুনগঞ্জ আমীন মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রত্যেকটি ১ হাজার টাকার মোট ৭৬টি জাল নোট উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বাংলানিউজকে বলেন, খাতুনগঞ্জ এলাকায় জাল নোট লেনদেন হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়।পুলিশ গ্রাহক সেজে টাকা কিনতে চাইলে তারা জাল টাকা দেন। এ সময় পুলিশ তাদের আটক করে।
এসআই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় জাল টাকা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
Leave a Reply