সোহ্রাব হোসেন চৌধুরী, ..কক্সবাজার চকরিয়া থানার পাশে ‘হোটেল বিরতি’ নামের একটি হোটেলের খাবারে তেলাপোকা পাওয়া গেছে। চকরিয়া থানার গা-ঘেঁষে অবস্থিত খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। জানা যায়, গতকাল ১৬ সেপ্টেম্বর কক্সবাজার থেকে কয়েকজন সংবাদকর্র্মী চকরিয়ায় একটি কাজে গেলে চকরিয়া থানার পাশে অবস্থিত হোটেল বিরতিতে দুপুরের খাবার খেতে গেলে মুরগির মাংসের বাটিতে বড় একটি তেলাপোকা পাওয়া যায়। তাছাড়া হোটেলের আশেপাশের পরিবেশও অতি নোংরা। উপস্থিত সংবাদকর্মীসহ উক্ত হোটেলে খেতে আসা আশেপাশের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ পাওয়া যায়, ওই হোটেলে দীর্ঘদিনের বাসী খাবার বিক্রি করা হয় বলে আশেপাশের দোকানদারসহ এলাকাবাসী জানায়। সচেতন মহলের প্রশ্ন জনবহুল্য এলাকা চকরিয়া থানার পাশে এরকম একটি অস্বাস্থ্যকর খাবার হোটেল দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। তাকি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে না? এ প্রশ্ন সাধারণ মানুষের।
Leave a Reply