সেপ্টেম্বর ১, ২০১২: কক্সবাজারের চকরিয়ায় একটি পরিবারে বাজার থেকে ক্রয় করা গরুর গোস্তের টুকরায় রান্না করার পূর্বে আল্লাহু লেখা পাওয়া গেছে। এনিয়ে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী গ্রামে এঘটনা খবর পাওয়া যায়।জানাগেছে, চকরিয়া থানা রাস্তার মাথাস্থ বাংলা কম্পিউটার একাডেমীর স্বত্ত্বাধিকারী দিগরপানখালী এলাকার মরহুম ফরিদুল আলমের পুত্র এইউএম শহিদুল্লাহ’র বাড়িতে রান্নার করার পূর্বে গোস্তের ৩টি টুকরায় আল্লাহু লেখাটি ধরা পড়ে। গতকাল (৩১আগষ্ট) বাড়ি কর্তা শহিদুল্লাহ জানান, স্থানীয় অলিশাহ বাজার থেকে বাড়িতে রান্না করার জন্য কিছু পরিমাণে গরুর গোস্ত ক্রয় করেন। বাড়িতে নিয়ে গিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করে রান্না করার পূর্বে দেখা যায় ৩টি গোস্তের টুকরায় স্পষ্টাক্ষরে আল্লাহু লেখা। এ খবর স্থানীয়দের মাঝে জানাজানি হলে এক নজর দেখার জন্য লোকজন ভীড় করছে
Leave a Reply