সময়ের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জনিয়েছেন ধর্মীয় নেতারা। এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রবাহিত না করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন ক্ষতিগ্রস্তস্থ বৌদ্ধ বিহার ও বসতবাড়ি পরিদর্শন শেষে বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ও বুড্ডিস্ট ফেডারেশনের নেতারা মঙ্গলবার দুপুরে রামুর ক্ষতিগ্রস্থ সীমা বিহার ও বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরিদর্শন শেষে বৌদ্ধ ধর্মীয় নেতারা নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেে
Leave a Reply