মোঃ রেজাউল করিম,এস. এম. তারেক, ঈদগাঁও:::::কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ জুলাই দুপুর ১২ টা’য় কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের সিকদার পাড়া গ্রাম থেকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মনজুর কাদের ভুঁইয়ার নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম ফাতেমা বেগম (৩১)। সে ওই গ্রামের আবদুর রহমানের স্ত্রী এবং ৫ সন্তানের জননী বলে জানা গেছে। জানা যায়, ঘটনার আগের দিনের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিবাদকে কেন্দ্র করে আবদুর রহমান স্ত্রীকে মারধর করে এবং এতে করে নিহত ফাতেমা অসুস্থ হয়ে পড়ে। এমতবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তত করার সময় মহিলার বাম হাতে একটি কালো দাগের চিহ্ন দেখা গেছে। ময়না তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আপাতত এর বেশী কিছু বলা যাচ্ছেনা। পুলিশ আরো জানায়, এ ব্যাপারে এ পর্যন্ত কেউ তাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি এবং লাশ উদ্ধার করার খবরে স্বামী আবদুর রহমানসহ অন্যান্যরা আতœগোপন করেছে। নিহতের বাপের বাড়ী পার্শ্ববর্তী ঈদগাঁও ইউনিয়নের সাতঘরিয়া পাড়ায় এবং সে ওই গ্রামের আবু শামার কন্যা। ময়না তদন্তের জন্য লাশ পুলিশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মোঃ রেজাউল করিম, কক্সবাজারের ঈদগড়ে ৩ যানবাহনে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৫ জন আহত হয়েছে। লুট হয়েছে অর্ধ লাখ টাকার মালামাল। ৭ জুলাই ভোরে সড়কের পানেরছড়া ঢালায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, ভোর সাড়ে ৬ টার দিকে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত পানেরছড়া ঢালায় ব্যারিকেড দিয়ে পরপর ৩টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতরা অস্ত্র দিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইলসহ অর্ধ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতের প্রহারে মটর সাইকেল আরোহী নুরুন্নবীসহ ৫ জন আহত হয়। ডাকাতি হওয়া যানবাহন হলো সিএনজি ১টি, মালবাহী ভ্যান ১টি ও মোটর সাইকেল ১টি।