ডেস্ক নিউজ :- গুলশানের নিজ বাসা থেকে টিভি অভিনেত্রী মিতা নূরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
নিজ বাসভবনে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তবে এর কারণ জানা যায়নি।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, আজ সোমবার ভোরের দিকে মিতা নূরের পরিবারের লোকজন থানায় ফোন করে পুলিশকে খবর দেয়। সকাল পৌঁনে সাতটার দিকে মিতা নূরের গুলশান-১-এর ১০৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার ড্রয়িংরুমের সিলিং ফ্যান থেকে মিতা নূরের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় বাড়িতে তার পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান ওসি।
১৯৮৯ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক ‘সাগর সেচা সাধ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে মিতা নূরের অভিষেক হয়। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত ফজলুল পাশা। নাটকটি প্রযোজনা কমরেছিলেন শেখ রিয়াজউদ্দিন বাদশা। তবে ১৯৯২ সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে মডেল হয়ে ব্যাপক তারকাখ্যাতি পান। এই বিজ্ঞাপনের ‘আলো আলো বেশি আলো’ জিঙ্গেলটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
দু’যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করেছেন তিনি। এ সময়ে তিনি নাটকে অভিনয় ছাড়াও নিজে পরিচালনা ও প্রযোজনা করেছেন।রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে অভিনেত্রী মিতা নূরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ রাজধানীর গুলশান-২ এর বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ এখন ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
ঘটনাস্থলে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) লুৎফুল কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।
এ মৃত্যু সংবাদ পেয়ে এরইমধ্যে তার বাসায় ছুটে এসেছেন অভিনেত্রী তারানা হালিম এমপিসহ নাট্যাঙ্গনের বিশিষ্টজনরা।
মিতা নূরের স্বামীর নাম শাহানূর রহমান রানা। তাদের দুই ছেলে সাদমান নূর প্রিয় ও সেজাত নূর পৃথি।