সেপ্টেম্বর ১, ২০১২ কুতুবদিয়া চ্যানেলে খুদিয়ার টেক্ এলাকায় বোট ডাকাতির ঘটনা ঘটেছে। গত ৩০ আগস্ট সকাল ৮ টার দিকে এফ বি উম্মে নামক একটি মাছ ধরার বোট সমুদ্র থেকে মাছ ধরে খুদিয়ারটেক এলাকায় ডাকাতদলের কবলে পড়ে। এ সময় দুর্ধর্ষ ডাকাতদল রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার আবদুল আলীর পুত্র নুরুল হোছাইনের মালিকানাধীন বোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। ডাকাতদলের গুলিতে আবু বক্কর(৪৮), আক্তার মাঝি(৪৫) গুলিবিদ্ধ হয়। এ সময় তারা ওই বোটের লোকজনকে বেধে জিম্মী করে মাছ ধরার জাল, মোবাইল সেট, নগদ টাকা সহ প্রায় তিনলক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে বোটের মালিক কুতুবদিয়া থানায় অভিযোগ দিয়েছে বলে জানা যায়।……..চকরিয়ায় দূর্ধর্ষ ডাকাত নুরুল আলম গ্রেফতার চকরিয়া রোড় ডাকাতি মামালার পলাতক আসামী দূর্ধর্ষ ডাকাত নুরুল আলম(৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ৩০আগষ্ট বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি মোঃ ফরহাদের নির্দেশে এস আই মোঃ হাসানের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স অভিযান চালিয়ে খুটাখালী ইউনিয়নের নতুন অফিস বাজার এলাকা থেকে নুরুল আলমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ডাকাতি(২৮/১৮.০৯.১১) মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাত নুরুল আলম কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কলইস্যাঘোনা এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র বলে জানা গেছে।
Leave a Reply