স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগ মাদ্রাসায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় সদ্য ইন্তেকাল হওয়া শীর্ষ আলেম মুফতি ফজলুল হক আমিনীর নিজের দল খেলাফতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন তার ছোট ছেলে হাফেজ মাওলানা হাসনাত। তাকে নতুন আমির হিসেবে নির্বাচন করা হয়। ইসলামী ঐক্যজোটের আমির নির্বাচনের জন্য শিগগির বৈঠক ডাকা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে দলের শীর্ষ নেতারা সভায় উপস্থিত ছিলেন। মুফতি আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী মোর্চা পরবর্তী সময়ে খেলাফতে ইসলামী নামে নিবন্ধিত হয়।
প্রসঙ্গত, আমিনীকে দমানোর জন্য বছর দেড়েক আগে তার ছোট ছেলে হাসনাতকেই গুম করা হয়েছিল। এক সপ্তাহ পর তাকে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক তোলপাড় হয়েছিল।
মুফতি আমিনী গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এর আগে প্রায় ২১ মাস তিনি ছিলেন কার্যত গৃহবন্দি।