আবদুল আলীম নোবেল … ফেসবুকে কোরআন অবমানার অভিযোগে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল বডুয়া পাড়াস্থ বৌদ্ধ মন্দির হামলা চালিয়েছে স্থানীয় ধর্মীয় উগ্রপন্থীরা। পুলিশি কাজে বাধাঁ ও ধর্মীয় মন্দির ভাংচুরের অভিযোগে ৫শ’ জনের বিরুদ্ধে মামলা। এ পর্যন্ত পুলিশ ৩৩ জনকে আটক করেছে তার মধ্যে ৩০ জনের নাম ঠিকানা পাওয়াগেছে।
রবিবার রাত্রে সাড়ে ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা এ হামলায় খুরুশকুল ও ঝিলংলা বিভিন্ন এলাকার বৌদ্ধ মন্দির ও বাড়ি, দোকান ভাংচুর ও হামলা চালোনা হয়েছে। ওই অভিযোগে পুলিশ অজ্ঞাতনামা ৫শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ অভিযোগে এ পর্যন্ত ৩৩ জনকে আটক করেছে কক্সবাজার মডেল থানার পুলিশ। আটকৃতরা হলেন রামু খুনিয়া পালং এলাকার শফিকুর রহমানের ছেলে আবিদুর রহমান(১৭) খুরুশকুলের ইকরাম উল্লাহের ছেলে কেফায়ত উল্লাহ(১৭) রামু পানছড়ি এলাকার খুল্লাহ মিয়ার ছেলে শহিদ উল্লাহ(১৭) শহরের চান্দের পাহারড় মহুরীপাড়া আবু তাহের ছেলে মকসুর রহমান(১৬) একই এলাকার সালা উদ্দিনের ছেলে আদনানুন ইসলাম(১৬) টেকনাফ হোয়াইক্যং নয়াপাড়া এলাকার জাফর আলমের ছেলে কাইছার উদ্দিন(১৬) জোয়ারিয়া নালান নন্দখালীর নরুল হকের ছেলে মিনার আহাম্মদ(১৭) একই এলাকার ইদ্্িরস আহম্মেদর ছেলে আবদু রহিম নোমান(১৭) শহরে ঘোনার পাড়া এলাকার আবদুল আজিজের ছেলে বাদশা(৩২) সাহিত্যকা পল্লির ছৈয়দ হোসনের ছেলে আবদু জলিল(২৫) একই এলাকার মৃত সোলতান আহাম্মদের ছেলে আবুল কালাম(২০) উপজেলা গুচ্ছ গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে মোঃ হোসেন(১৮) শহরের ঘোনার পাড়ার মোঃ হারুনের ছেলে গুরামিয়া(১৮) পাশ্চিম লারপাড়া এলাকার মৃত আমান উল্লাহের ছেলে নুরুল ইসলাম(২০) দোহাজারী মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মুজিব, মহেশখালীর মাতার বাড়ীর আবুল কাসের ছেলে মোঃ রফিক(২৫)উত্তর কুতুব দিয়া পাড়ার নাজু মিয়ার ছেলে আবদু শুকুর(২০) শহরের পাশ্চিম লারপাড়ার সওয়ার ছেলে বাহাদুর(৩৫) একই এলাকার শহিদ আহাম্মদের ছেলে শাহাব উদ্দিন(২৬) মৃত আবদু শুকুর ছেলে শামশুল আলম(৩৫) জমির হোসনের ছেলে জয়নাল(২৫) নেজাম উদ্দিনের ছেলে মেহেদী হাসান(২৪) মোহাম্মদ হারনে ছেলে জিসান হাসান(১৭) সমিতিপাড়ার মীর কাশেম আলীর ছেলে তাফজুল(২৩) কলাতলীর বিল্লাল হোসেন আবদুল আমিন(১৯) সোনাপাড়ার শহিদ উল্লাহের ছেলে মোঃ আমিন(১৮) বৈদ্য ঘোনা এলাকার মৃত আবদু সালামের ছেলে সোনা মিয়া(১৯) শহরের পেশকার পাড়ার মোঃ আমিনের ছেলে আমিনুল ইসলাম বলে জানাগেছে।
Leave a Reply