মোঃ রেজাউল করিম,..>খুটাখালীর কিশোর গিয়াসের খোঁজ মিলছেনা। শিশু পুত্র নিখোঁজ হওয়ার পর থেকে দিন মজুর রিক্সা চালক দরিদ্র পিতা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। খুটাখালী হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া গিয়াসের খোঁজ আজ অবদি মিলছেনা। কিছুদিন পূর্বে বাজারে যাওয়ার নাম করে ঘর থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। কিশোর গিয়াস উদ্দিন (১৩) ইউনিয়নের মইক্যাঘোনা গর্জনতলী গ্রামের রিক্সা চালক আবুল হোছেনের পুত্র। হতভাগা পিতা বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও খবরা খবর পাইনি। এদিকে পুত্রের শোকে মা শামশুন্নাহার শয্যশায়ী। ৩মেয়ে ১ ছেলের জনক রিক্সা চালাক আবুল হোসেন জানান, ছেলে লেখাপড়া করতে চাইছেনা। যার কারণে বাজারের একটি টেইলার্সে সেলাইয়ের কাজ শিখতে দিয়েছিলাম। কিছুদিন করার পর সে আর যায়নি। গত কিছুদিন পূর্বে বাজারে যাওয়ার নাম করে কাউকে কিছু না বলে ঘরে ফিরে আসেনি। সম্ভাব্য ও আত্মীয় স্বজনের বাড়ীতে বহুবার খোঁজ নেওয়া হয়েছে। আজ অবদি ছেলের কোন খবরা খবর পাওয়া যায়নি। এদিকে শয্যশায়ী মা শামশুন্নাহার একমাত্র ছেলের খোঁজে পাগল হয়ে উঠেছে। তিনি বিলাপ করে জানান, আমার ছেলেকে এনে দাও। দরিদ্র পিতা তার পুত্র গিয়াসের খবরা খবর পেলে (০১৮১২-৪৮৪৫৫৭) নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply