বাংলাদেশ জামায়াতে ইসলামী ককসবাজার জেলা প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল বলেছেন –আল্লাহ আমাদের সাথে থাকলে পৃথিবীর কোন শক্তিই আমাদের উৎখাত করতে পারবেনা।যত ষড়যন্ত্রই করা হউক না কেন কোন ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবেনা।শীর্ষ আলেম ওলামাদের বিরুদ্ধে প্রহসনের বিচার এদেশের জনগন কিছুতেই মেনে নেবেনা।এই জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।উপজেলা আমীর মাওলানা আমান উল্লাহ কুতুবীর সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগলো বলেন।সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাস্টার ইব্রাহিম কুতুবী,্ ্এ্যাসিসষ্টেন্ট সেক্রেটারী আ,স,ম শাহরিয়ার চৌং শ্রমিক কল্যানের সভাপতি মাওলানা নুরুলআমিন ,অফিস ওপ্রচার সেক্রেটারী মাওলানা ইসমাঈল,আলী আকবর ডেইল সভাপতি মাওলানা নেছার,বডগোপ সভাপতি মাওলানা ওসমান শিবির সভাপতি আমির হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।সভায় কুতুবদিয়াকে বাচাতে টেকসই বেডিবাধ নির্মানের দাবী জানানো হয় ।
আব্দুল হাকিম মাসুম
বার্তাপ্রেরক
Leave a Reply