বার্তা পরিবেশক:মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিকদের মাঝে কথিত কুতুপালং ক্যাম্পের ডিপো জাফর ও স্থানীয় সাবেক নিয়ন্ত্রনে মাংস, চাল, ডাল, চিনি, পেঁয়াজ টাকা বিতরণ করা হয়েছে। উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প এলাকায় ৩টি পয়েন্টে প্রতিদিন খুব ভোরে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা ও চাল ,ডাল তেল বিতরণ করে যাচ্ছে মৌলবাদী জঙ্গী গ্র“প । আর এই টাকা বিতরণকালে ৩টি পয়েন্টেই টাকার ভাগাভাগি নিয়ে রোহিঙ্গাদের মধ্যে মারামারি ও হয়েছে বলে একাধিক সূত্রে জানাযায় । রমজান মাস থেকেই শুরু করে রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ের সাবেক মেম্বারের বাসাবাড়ির ২ টি পয়েন্ট ও অবৈধ রোহিঙ্গা বস্তির আম গাছ তলায় ১টি বসতবাড়ি থেকে একযোগে নগদ টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে । প্রশাসন যাতে টের না পাই সেজন্য ঐ মৌলবাদী গ্র“প ফজরের নামাজের পর পরেই টাকা বিতরণ করে বলে অসমর্থীত সূত্রে জানা গেছে। নিষিদ্ধ এ এনজিও মৌলবাদী গ্র“পের ত্রান চাল ও টাকা আতœসাৎ করে উখিয়া কুতুপালং এলাকার রোহিঙ্গা পুশইন দাতা এক সাবেক মেম্বার কালো গাড়ি ও কোটি কোটি টাকার মালিক পর্যন্ত হয়ে গেছে। অথচ স্থানীয় প্রশাসন এ ব্যাপারে রহস্যজনক ভুমিকা পালন করছে। উখিয়ার কুতুপালংয়ে অবৈধ রোহিঙ্গা বস্তিতে হাজার হাজার পরিবার ঝুপড়ি ঘর তৈরী করে বসবাস করে আসছে। আর সে বস্তির বাড়িবাড়া ও পাচ্ছে ঐ সাবেক মেম্বার। উল্লেখ্য ৮ জুন মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা মুসলিম-রাখাইনদের মধ্যে জাতিগত সংঘাতের পর রোহিঙ্গা মুসলিমরা দলে দলে টেকনাফ ও উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে। তা বর্তমানেও অব্যাহত রয়েছে। বিজিবি প্রতিদিন এদের নাফ নদীর তীর থেকে আটক করে পুশব্যাক করছে বলে দাবী করলেও একস্থান দিয়ে পুশব্যাক করলে আরেক স্থান দিয়ে বাংলাদেশে চলে আসে।
Leave a Reply