ডেস্ক নিউজ:-কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিত হতে শুরু করেন।ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম এই তিনটি উপজেলা নিয়ে আসনটি গঠিত। উপজেলা তিনটি দুর্গম হাওর। রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন জানান, সব ভোটকেন্দ্রে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তাবেষ্টনি গড়ে তোলা হয়েছে।মঙ্গলবার রাতভর প্রচন্ড বৃষ্টি থাকায় এবং সকালে সামান্য বৃষ্টি হওয়ায় বিভিন্ন ভোট কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।এদিকে আসনটিতে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীম (প্রতীক ফুটবল) উপজেলার মসজিদজাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে উপস্থিত হয়েছেন। এখানে মোট ভোটার তিন হাজার ২৩৭ জন।আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক নিজ এলাকা মিঠামইনে ভোট দেবেন বলে জানা গেছে।অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য হয়। জাতীয় সংসদে জনপ্রতিনিধি নির্বাচনে এই আসনটিতে উপনির্বাচনের ঘোষণা আসে।