আবদুর রহিম সেলিম, উখিয়া থেকে …কানাডিয়ান হাই কমিশনার হেকার ক্রেটিনের নেতৃত্বে প্রতিনিধি দল গতকাল বুধবার সকাল ৯টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের বিভিন্ন অভাব, অভিযোগ ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোজঁ খবর নেন। স্থানীয় রোহিঙ্গা প্রতিরোধ সংগ্রাম কমিটির নেতাদের দাবীর মূখে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে জানতে চাইলে তিনি কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালাবেন বলে জানান। এছাড়াও অধিকাংশ রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহের কথা কানাডিয়ান হাই কমিশনার হেকার ক্রেটিনকে জানান। এ সময় রোহিঙ্গাদেরকে শান্তিপূর্ণ বসবাস ও উচ্চ পর্যায়ে আলোচনা করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে চেষ্টা করে যাবেন বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন। এ সময় প্রতিনিধি দলের সাথে ছিলেন, ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেন্ট্রাল ক্রেক, কক্সবাজার শরণার্থী ত্রান প্রত্যাবাসন কার্যালয়ের যুগ্ন সচিব ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারের কো-অর্ডিনেটর মো ঃ কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কুতুপালং শরণার্থী শিবিরের ইনচার্জ জালাল উদ্দিন প্রমূখ।
Leave a Reply