বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আগামী ১৮ এপ্রিল কাদের সিদ্দিকীকে আদালতে তলব করে এ সমন জারি করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলায় আজ কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।
সকালে ধানমন্ডির ৭/৮-এ ফ্রি স্কুল স্ট্রিট হাতির পুলের বাসিন্দা রুহুল আমিন মজুমদার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।
পরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আগামী ১৮ এপ্রিল আদালতে তলব করেন।