ঢাকা, ১৩ সেপ্টেম্বর: এখানো দেশ ও জাতির জন্য কাজ করার অনেক সময় আছে। সরকারের শেষ সময়ে এসে মন্ত্রীত্ব পাওয়ার পর শপ গ্রহণ শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়ার মন্ত্রীরা এমন মন্তব্য করেছেন। তারা বলেন, ‘‘ নয় মাসে বাঙালিদের স্বাধীনতা অর্জন করার রেকর্ড আছে। সরকারের ১৪ মাস দেশের জন্য কাজ করতে যথেষ্ট সময়।’’
বৃহস্পতিবার মহাজোট সরকারে নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সংসদের হুইপ মুজিবুল হক এবং সাবেক দুই কূটনীতিক এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা ফারুক মোহাম্মদ।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রাজশাহীর সংসদ সদস্য ফারুক চৌধুরী এবং ঝিনাইদহের সংসদ সদস্য আব্দুল হাই।
শপথ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘‘এটা চ্যালেঞ্জ হিসেবে মনে করছি না। এটা দায়িত্ব। সততা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করবো।’’
সরকারের শেষ সময়ে মন্ত্রী হলেন জগণের আকাঙ্খা কতটুকু পুরণ করতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, ‘‘এখনও কাজ করার জন্য যথেষ্ট সময় রয়েছে। এ সময়ের মধ্যেই জনগণের আশাকাঙ্খার প্রতিফলন ঘটনো সম্ভব।’’
জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘‘রাজনৈতিক কারণেই আমরা মন্ত্রী সভার বাইরে থেকেও সরকারকে সহযোগিতা করেছি ও জানিয়েছি। এখন আবার রাজনৈতিক কারণেই মন্ত্রী পরিষদে যোগ দিয়েছি। সেই রাজনৈতিক কারণটি হলো দেশকে স্থায়ীভাবে সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদ থেকে মুক্ত করা। আমরা মনে করি বাংলাদেশ এখনো বিএনপি-জামাতের জঙ্গিবাদের হাত থেকে মুক্ত নয়।’’
এখন মন্ত্রীত্ব নিয়ে দেশ ও জাতির জন্যে কতটুকু কাজ করতে পারবেন এমন এক প্রশ্নেণ জবাবে তিনি বলেন, ‘‘বাঙালি জাতির নয় মাসে দেশ স্বাধীন করার ইতিহাস রয়েছে। সেখানে সরকারের হাতে ১৪ মাস সময় যথেষ্ট সময়। এখনো দেশ ও জাতির জন্যে কাজ করার অনেক সময় আছে সে লক্ষ্যেই মন্ত্রীত্ব গ্রহন করেছি। দেশ ও জাতির জন্যে এখনো অনেক কাজ করার সময় আছে।’’
আব্দুল হাই বলেন, ‘‘আমার ওপর দল যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা চাই। সরকারের সফলতা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য।’’
Leave a Reply