সমুদ্র সৈকতের হোটেল সি-গাল সংলগ্ন ঝাউবাগান থেকে অজ্ঞাতনামা (২৭) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে একটি ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার এসআই বাবুল আজাদ জানান, সকাল ৬টার দিকে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৬টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি জানান, লাশটি গলায় লুঙ্গি পেছানো ছিল। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখ দিয়ে লালা বের হচ্ছে। কপালের নিচ থেকে রক্ত ঝরছে। তিনি আরও জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা জানাতে পারেননি তিনি। উদ্ধারের পর লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply