বুধবার ১২ সেপ্টেম্বর, ২০১৮ ৯:০৩ অপরাহ্ন
879 বার এই নিউজটি পড়া হয়েছে
টেকনাফ নিউজ ডেস্ক::
ইয়াবা গলধকরণ করে উড়াল দেয়ার আগেই কক্সবাজার বিমানবন্দর গেইট থেকে দুই যাত্রী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সদস্যরা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটকরা হলো-ফরিদুপর জেলার ভাঙা থানার ৫ নং ওয়ার্ড জাঙ্গালপাশা এলাকার মৃত হাছেন ফারাসির ছেলে জুনায়েত ফারাসি (৩৫) এবং একই এলাকার তৈয়ব খালাসির ছেলে সবুজ খালাসি (১৯।
পরে তাদের পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় ২৭০০ ইয়াবা বের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক আবদুল মালেক তালুকদার।
আটক জুনায়েত ফরাসি স্বীকার করেছে, সে এর আগেও কক্সবাজার থেকে বিমানে করে ২ বার ইয়াবা পাচার করেছে। বিনিময়ে তাকে দেয়া হয় ১০ হাজার টাকা। তৃতীয় বারে ধরা পড়েছে। শাহ আলম নামের এক ব্যক্তি তাকে ইয়াবাগুলো দিয়েছে বলে সে জানায়।
তবে, আটক অপরজন সবুজ খালাসি প্রথমবার এসেই ধরা পড়েছে বলেও স্বীকারোক্তি দিয়েছে।