কক্সবাজার পাসপোর্ট অফিসের চিহ্নিত ৫ দালালকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। এরা হলেন- আবু বক্কর, এনামুল হক, নেজাম, রিয়াজ উদ্দিন ও বয়ান কান্তি। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মিজবাহ উদ্দিন খান বাংলানিউজকে জানান, কক্সবাজার পাসপোর্ট অফিসকে ঘিরে একটি সংঘবদ্ধ দালাল চক্র অনেকদিন ধরেই সক্রিয় ছিল। এতে দালালদের কাছে অনেক লোক প্রতারিত হওয়ার পাশাপাশি মোটা অংকের টাকা গচ্চা দিয়ে আসছিলেন।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে পাসপোর্ট অফিস থেকে সন্দেহজনক ১০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৫ জন দালাল প্রমাণিত হওয়ায় তাদের আটকে রেখে বাকি ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ৫ দালালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
Leave a Reply