সংবাদ বিজ্ঞপ্তি…গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটারের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন শনিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে। পরে গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। নাট্যকর্মী নাজমুল করিম জুয়েল ও শাহানা মজুমদার চুমকীর সঞ্চায়লনায় অনুষ্ঠিত অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল অধিবেশন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল মনজুর। অধিবেশনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত গ্রুপ থিয়েটার চর্চার নিয়মিত ভাবে কক্সবাজার থিয়েটার গ্রুপ থিয়েটার চর্চা করে সাংস্কৃতিক অংঙ্গনকে সমৃদ্ধ করেছে। কক্সবাজার থিয়েটার ৩০ বছরের পূর্তিতেই সকল সংস্কৃতিক কর্মী, সংগঠক, শুভানুধ্যয়িইদের ধন্যবাদ জানানো হয়। থিয়েটারের সকল অশুভ শক্তির বিরুদ্ধে সৃষ্টিশীল কর্মকান্ডে থিয়েটারের জোয়ার এসেছে এটিই লক্ষ্যনীয়। পরে সংগঠনের ৪ বছরের কর্মকান্ড নিয়ে সুদীর্ঘ প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত। পরে সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনা করেন বদরুল আলম লিটন, আজাদ মনসুর, দিলীপ দাশ, প্রবাল পাল, আবুল মনজুর, আশুতোষ রুদ্র, নাজমুল করিম জুয়েল, সুলতান আহমদ, সুশান্ত পাল বাচ্চু ও নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য। পৃথিবীতে যে সকল সৃষ্টিশীল কাজ হয় তার জন্য প্রয়োজন হয় লিখিত গঠনতন্ত্র। পরে কক্সবাজার থিয়েটারের সেই গঠনতন্ত্র পাঠ করে শুনান গঠনতন্ত্র সংশোধন কমিটির আহবায়ক নাট্য নির্দেশক স্বপন ভট্টাচার্য্য। অধিবেশনে সাংগঠনিক রিপোর্ট পেস, গঠনতন্ত্র সংশোধন এবং কাউন্সিল অধিবেশনসহ নৈশভোজের আয়োজন করা হয়। ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেলকে সভাপতি ও এডভোকেট তাপস রক্ষিতকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। অধিবেশনে সংগঠনের ৫০জন নাট্যকর্মী উপস্থিত ছিলেন। অধিবেশন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বার্তা প্রেরক
আজাদ মনসুর
সদস্য
কক্সবাজার থিয়েটার।
Leave a Reply