হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ…কক্সবাজার জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন ২৫ এপ্রিল বৃহস্পতিবার টেকনাফ সফর করেছেন। সফরকালে তিনি বিজিবি ৪২ ব্যাটালিয়ন সদর দপ্তর, টেকনাফ থানা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ছাড়াও সদর ইউনিয়নের কর্মসৃজনের একটি প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকালেই তিনি আবার কক্সবাজারে ফিরে যান। বিজিবি ৪২ ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শনকালে তিনি অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়া তিনি টেকনাফ থানা প্রাঙ্গনে অবস্থিত মাথিনের কূপ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ দিদারুল ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।