কক্সবাজার সদর উপজেলার ৫ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীতকরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় শিক্ষানীতি ’১০ বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়গুলোতে আগামী শিক্ষা বছর থেকে ৬ষ্ঠ শ্রেণি চালু করা হবে। সদরের যে সকল বিদ্যালয় এ প্রকল্পের আওতায় আসবে সেগুলো হচ্ছে জালালাবাদের ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, খুরুস্কুল ইউনিয়নের খুরুস্কুল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পৌরসভার সাহিত্যিকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরীর সাথে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে এ সংক্রান্ত একটি চিঠি তার হাতে এসে পৌঁছেছে বলে জানান। এতদিন সরকার শুধুমাত্র ৫ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামুল্যে লেখাপড়ার সুযোগ দিলেও এই প্রথম দেশে প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নিল সরকার। সরকারের এ সিদ্ধান্তের ফলে হতদরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ প্রশস্থ হবে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply