সংবাদ বিজ্ঞপ্তি= বিএনপির জৈষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের মুক্তির দাবীতে কক্সবাজার জেলা বিএনপি ও কক্সবাজারর সদর – রামুর সংসদ সদস্য লুৎফর রহমান কাজল আগামী ২৯ মে কক্সবাজার জেলাব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহবান করতে যাচ্ছে । এ সংবাদ বিএনপির ঘনিষ্ঠ সুত্রে পাওয়া গেছে।
ইতিপূর্বে আগামীকাল মঙ্গলবার হরতাল আহবানের কথা জানালেও তা পেছানো হয়েছে। বিএনপির আরো একটি সুত্রে জানা গেছে , ২৯ মে একই দাবীতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে হরতাল আহবান করা হচ্ছে। এর সাথে সমন্বয় সাধন করে কক্সবাজারের ও হরতাল কর্মসূচী ১দিন পিছিয়ে দেয়া হয়েছে। জানা গেছে , হরতাল কর্মসূচীর ব্যাপারে আজ সন্ধ্যায় জেলা নেতৃবৃন্দ ব্রীফ করবেন।