আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার…
কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল মহাসড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু কামরু (৬) ১ জানুয়ারী বিকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা গেছে। নিহত শিশুর লাশ ২ জানুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে দাফন করা হয়েছে।
নিহত শিশুর নানা ইনস্যুরেন্স কর্মকর্তা আলী হোছাইন জানান, ঘটনার দিন সকালে উক্ত শিশু মহাসড়কের তেচ্ছিপুল স্টেশন এলাকায় পিতার সাথে সাক্ষাত করে চলে যাওয়ার মুহুর্তে কক্সবাজারগামী পর্যটকবাহী একটি বাস বেপরোয়া গতিতে এসে সড়কের পাশ দিয়ে যাওয়া শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পথচারীরা দ্রুত উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক চমেক হাসপাতালে প্রেরণ করে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শিশুটি মৃত্যুবরণ করে। ঘটনার পর-পর পুলিশ ঘাতক গাড়িটি আটক করলেও নিহত শিশু পরিবারের অভিযোগ শ্রমিক নেতা পরিচয়ধারী কিছু ব্যক্তি কৌশলে শিশুটির মৃত্যুর দিন গাড়িটি ছাড়িয়ে নিয়ে যায়।
———————————————-