মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ,রামু কক্সবাজারে রামুতে বৌদ্ধদের আষাঢ়ী পূর্ণিমা পালিত বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা বিশ্বের অন্যান্য অঞ্চরের মতো কক্সবাজারের রামুতেও ব্যাপক উৎসাহ উদ্ধীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে রামুর বিভিন্ন বৌদ্ধ বিহারে গত ১ ও ২ আগষ্ট পৃথক পৃথক ভাবে ধর্মীয় কর্মসূচী অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা বলেন, নানা কারণে পবিত্র আষাঢ়ী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই পবিত্র তিথিতেই আজ হতে ২৬০০ বছর পূর্বে গৌতমবুদ্ধ তার মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন, চারি নিমিত্ত অর্থাৎ জরাগ্রস্থ, ব্যধিগ্রস্ত, মৃতব্যক্তি এবং সংসার ত্যাগী সন্নাসী দেখে তিনি দুঃখ মুক্তির সন্ধানে ২৯ বছর বয়সে গৃহত্যাগ করে সন্নাস জীবন গ্রহণ করেন। এছাড়া পবিত্র বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ যে জ্ঞান বা বোধিলাভ করেন তাহা পবিত্র আষাঢ়ী পূর্ণিমায় সারানাথের (ভারত) ইসিপতন মৃগদাবে পঞ্চবর্গীয় শিষ্যদের সামনে সর্বপ্রথম ধর্ম দেশনা করেন। এই দেশনাকে বলা হয়- ধর্মচক্র প্রবর্তন সূত্র, অর্থাৎ ধর্মের যে চাকা এতদিন অবরুদ্ধ ছিল তিনি সেদিন তা পুনরায় চালু করেন। এই ধর্মদেশনার মধ্য দিয়েই জগতে নতুন এক ধর্মের জন্ম হয় তার নাম বৌদ্ধধর্ম। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছাড়াও বুদ্ধ এইদিনে তুষিত স্বর্গে গিয়েছিলেন তার মাকে ধর্মদেশনার জন্য, তার মা তার জন্মের সাতদিন পর মারা যান। তিনি এ তিথিতে ঋদ্ধি (অলোকিক শক্তি) প্রদর্শন করেন। এছাড়াও এ পবিত্র দিনে ভিক্ষু সংঘের বর্ষাব্রত পালন আরম্ভ হয়। অতএব নানা কারণে এই আষাঢ়ী পূর্ণিমা অতি তাৎপর্যময় পূর্ণিমা। বৌদ্ধেরা এ পূর্ণিমাকে ‘ছাদাং’ বা উপোসথ দিবসও বলে। এ পূর্ণিমা থেকেই বৌদ্ধ গৃহীদের ত্রৈমাসিক উপোসথ ব্রতও আরম্ভ হয়।
রামু উপজেলার যেসব বিহারে বুদ্ধ পুজা, সীবলী পুজা, পঞ্চশীল,অষ্টশীল গ্রহণ, ভিক্ষু সংঘের আহারদান, ধর্মসভা, প্রদীপ প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে রামু কেন্দ্রীয় সীমা বিহার, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহার, শ্রীকুল মৈত্রী বিহার, হাইটুপী বড় বিহার, শ্রীকুল পুরাতন বিহার, হাজারীকুল বোধিরতœ বৌদ্ধ বিহার, রাজারকুল স্বধম্মোদ্বয় বৌদ্ধ বিহার, উত্তর ফতেখারকুল বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়ার ঘোনা জেতবন বিহার, জাদি পাড়া আর্য্য বংশ বৌদ্ধ বিহার, পূর্ব দ্বীপ শ্রীকুল বৌদ্ধ বিহার, লামার পাড়া বৌদ্ধ বিহার, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ।
প্রেরকঃ- মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ,রামু
০২ আগস্ট ২০১২ ইং
Leave a Reply