সোহরাব হোসেন চৌধুরী…কক্সবাজারে চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুরাতন পুলিশ লাইন মাঠে রাঙ্গামাটি জেলা পুলিশ দল ও কুমিল্লা জেলা পুলিশ দলের মধ্যে অনুষ্ঠিত উদ্ভোধনী খেলায় রাঙ্গামাটি ২-০ সেটে জয়ী হয়েছে। টুর্ণামেন্টের উদ্ভোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
খেলার প্রথমার্ধে রাঙ্গামাটি জেলা পুলিশ দল অসামান্য নৈপুন্য দেখিয়ে ২৫-১৩ ব্যবধানে এগিয়ে থাকে। ওই ধারা বজায় থাকে দ্বিতীয়ার্ধেও। দ্বিতীয়ার্ধে দুই দলের ব্যবধান দাড়ায় ২৫-৯ তে।
এবারের চট্টগ্রাম রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে ৪ টি জেলা পুলিশ দল অংশ গ্রহন করছে। বাকি দুই দল হলো, বান্দরবান ও কক্সবাজার। আজ একই সময়ে কক্সবাজার ও বান্দরবান জেলা পুলিশ দলের মধ্যে খেলা অনুষ্টিত হবে।
গতকাল বৃহস্পতিবার টুর্ণামেন্টের উদ্ভোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) খালেকুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বসু দত্ত চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও ধারভাষ্যকারের দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা। খেলা পরিচালনা করেন আব্দুল হামিদ ও ফরাজি নুরুল আলম।
Leave a Reply