কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় ৭ হাজার ৬ শত ইয়াবা সহ ৩ জনকে আটক র্যাব। আজ মঙ্গলবার বিকালে তাদেরকে আটক করা হয়।
আটকরা হল, টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার আহমদ হোসেন (৩৭) ও মোহাম্মদ আবছার (৩০), ও টেকনাফের পৌরসভার ওলিয়াবাদ এলাকার আবদুল হালিম (২৬)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম জানান, একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে ৭ হাজার ৬ শত ইয়াবা সহ এদের আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটকদের রামু থানায় সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য, ইতিপুর্বে তারা একই অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়ে জেল থেকে জামিনে বের হয়।