আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
প্রধান শিক্ষকের ষড়যন্ত্রের শিকার হয়ে এক মেধাবী ছাত্রী চলমান জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার অভিযোগ পাওয়্ াগেছে।
অভিযোগে জানা গেছে, ঈদগাঁও’র কালির ছড়ার হুমায়ুন মোর্শেদ মানিকের মেয়ে রিফাত সোলতানা (১২) এবার ঈদগাঁও কেজি স্কুল এর জেএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু ফরম পুরণকালে তার দস্তখত না পড়ায় সে এবার শুরু হওয়া জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। ফলে তার জীবন থেকে একটি বছর চলে গেল।
রিফাতের অভিভাবক হুমায়ুন মোর্শেদ জানান, আমার মেয়ে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে এ প¬াস করেছে। এরপর ফরম পূরণ করার জন্য স্কুল কর্তৃপক্ষ টাকাও নিয়েছে। কিন্তু অদৃশ্য কারণে প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন ষড়যন্ত্র করে পরীক্ষার্থীর দস্তখত করার স্থানে আমার মেয়ের সাক্ষর লাগবে না বলে নেয়নি। ফলে ৪ অক্টোবর শুরু হওয়া জেএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে ওই ভুলের কারণে তাকে ফিরে আসতে হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমি অবগত নয়। তিনি সমস্ত অভিযোগ অস্বিকার করেন।
এদিকে জেএসসি পরীক্ষার্থীর পিতা জেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সংশি¬ষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। উলে¬খ্য যে, নার্সারী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত রিফাত সোলতানা ওই স্কুলেরই ছাত্রী ছিলেন।
Leave a Reply