বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রশিবিরের একটি টিম ককসবাজারের বন্যা কবলিত চকরিয়ার হারবাং, লক্ষ্যরচর, চিরিংগা, রামু, ককসবাজার সদরের পিএমখালী বাংলাবাজার, মুহুরীপাড়া, চান্দেরপাড়া, ককসবাজার সরকারী কলেজ এলাকায় বন্যা দূর্গত মানুষের মাঝে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মাঝে চাউল, নগদ টাকা, ডাল, আলু, পিয়াজ, মরিচ, লবন ইত্যাদি অসহায় মানুষের মাঝে তুলে দেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবুন্দ বলেন, যখনই এদেশে, ঘুর্ণিঝড়, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ আগাত হেনেছে তখনই ছাত্রশিবির এদেশের অসহায় মানুষের কাছে গিয়ে দাড়িয়েছে। নেতৃবৃন্দ এসময় বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে সরকারী সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান। কেন্দ্রীয় ছাত্রশিবিরের টিমে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মদ ইসমাইল, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ককসবাজার জেলা সভাপতি আল আমিন মু. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মহানগীর ছাত্র আন্দোলন সম্পাদক কামরুল হাসান, শহর সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার, সরকারী কলেজ সভাপতি হাসান মুহাম্মদ ইয়াছিন, সদর পূর্ব সভাপতি মুহাম্মদ শাহজাহান, সদর পশ্চিম সভাপতি লোকমান হাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply