শনিবার ১৮ আগস্ট, ২০১৮ ৯:০৪ পূর্বাহ্ন
794 বার এই নিউজটি পড়া হয়েছে
টেকনাফ নিউজ ডেস্ক রিপোর্ট::
কওমি মাদরাসার দাওরায়ে হাদীস-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান দিয়ে মন্ত্রিসভায় আইন পাশ করায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ব্যানারে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ আগস্ট) বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেইটে অনুষ্ঠিত মিছিলে উলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীগণ অংশ নেন।
মিছিলে নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, বেফাকের সহসভাপতি ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস ও বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমীন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব হোসাইন প্রমুখ।
ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়- ক্লিক
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায়, মন্ত্রিসভায় কওমি সনদের আইন পাস করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।
গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
দীর্ঘদিন আলোচনার পর আইনটি মন্ত্রিসভায় পাস হওয়ায় উলামায়ে কেরাম, বেফাক নেতৃবৃন্দ ও মাদরাসার সর্বস্তরের ছাত্র শিক্ষক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত বছর ১১ এপ্রিল গণভবনে ৩০০ আলেমের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন।