ভালো পথে চলার জন্য উপজেলার চার দুর্ধর্ষ ডাকাত কে তাবলীগে জামায়াতের চিল্লায় পাঠিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত ৬ ডিসেম্বর বৃহস্পতিবার নিজ খরচে তাদের চিল্লায় পাঠান তিনি।
দুর্ধর্ষ ডাকাতরা হল উপজেলার খাগরিয়া ইউনিয়নের আবদুল গফুর (৪০), সামশুল আলম (৩৫), হারুনুর রশিদ (৩৬) ও নুরুলআলম (৪৫)।
জানা যায়, এই চার ডাকাত দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ভাল হওয়ার চিন্তা-ভাবনা করছিল। খবর পেয়ে সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল তাদের সাথে যোগাযোগ করে থানায় ডেকে নিয়ে এসে ব্যতিক্রম ধর্মীয় এ উদ্যোগ গ্রহণ করেন।
এ ব্যাপারে সাতকানিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইলের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনেক সময় অপরাধী আল্লাহর রাস্তায় গেলে সঠিক পথে ফিরে আসে।