প্রেস নিউজ::জাতীয় অনলাইন পত্রিকা বিডি২৪ লাইভ ডট কমের সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তরুন সাংবাদিক ওবাইদুল হক আবু চৌধুরী। বিডি২৪ লাইভ ডটকম ছাড়াও তিনি কক্সবাজার অনলাইন নিউজপেপার এসোসিয়েশনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক, উখিয়ানিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক ও দৈনিক আপনকন্ঠের উখিয়া প্রতিনিধি। তিনি তার “হাজারো বিদ্রোহী এখন বাংলাদেশে” শিরোনামে প্রকাশিত সংবাদটির জন্য সেরা সাংবাদিক নির্বাচিত হন। পাঠক মতামতের ভিত্তিতে জাতীয় অনলাইন পত্রিকা বিডি২৪লাইভ ডটকম তাকে এ সপ্তাহের সেরা সাংবাদিক মনোনীত করেন।
বার্তা প্রেরক
ওবাইদুল হক আবু চৌধুরী
সম্পাদক ও প্রকাশক
উখিয়ানিউজ ডটকম
০১৮১৯৫১২৯৯৮
Leave a Reply